পাবনায় র্যাবের অভিযানে ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি এবং অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ শাহিন আলম (৩৫) নামের এক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি পাবনা জেলার আতাইকুলা থানার গণেশপুর এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে র্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় জানান, র্যাবের একটি বিশেষ দল জেলার আতাইকুলা থানার গণেশপুর এলাকার মৃত রইচ উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও ২টি বিদেশি মদ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, শাহীন আলম দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, গাঁজাসহ বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। সেই সঙ্গে চাঁদাবাজি এবং অবৈধভাবে অর্জিত অর্থ দেশ-বিদেশে পাচার করে আসছিলেন। আসামির বিরুদ্ধে আতাইকুলা থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানান কমান্ডার কিশোর রায়।
র্যাব-১২-এর পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় আরও জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।